বিচারব্যবস্থাকে নিয়ে আপত্তিকর ও অপমানজনক মন্তব্য করেছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই অভিযোগে স্বতঃপ্রণোদিত হয়ে মামলা দায়েরের অনুমতি দেওয়ার জন্য কলকাতা হাইকোর্টের দারস্থ হলেন সিপিএম সাংসদ ও আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের বেঞ্চে এদিন শুনানি হয়।
হাইকোর্টের পর্যবেক্ষণ, এই বিষয়ে হলফনামা দিয়ে মামলা দায়ের করুন আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য। মামলাকারীর দাবি, জনমানসে আদালত ও বিচারব্যবস্থা সম্পর্কে বিরূপ ধারনা তৈরি হবে এই ধরনের মন্তব্যের জেরে। প্রসঙ্গত, নন্দীগ্রামে ভোট হিংসায় আহত তৃণমূল কর্মীদের দেখতে গিয়ে অভিষেক মন্তব্য করেছিলেন, কলকাতার হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থা সমাজবিরোধীদের রক্ষাকবচ দিচ্ছেন।