Sambad Samakal

Central Ministry: মোদি মন্ত্রিসভায় নতুন মুখ! পাল্লা ভারী কার?

Jul 17, 2023 @ 8:37 pm
Central Ministry: মোদি মন্ত্রিসভায় নতুন মুখ! পাল্লা ভারী কার?

মোদি মন্ত্রিসভায় হতে চলেছে রদবদল। বাংলা থেকে মন্ত্রী হওয়া কোনো একজনকে সরিয়ে জায়গা পেতে চলেছে বাংলারই নতুন মুখ। বিজেপি সূত্রে মিলেছে এমনই খবর। আর এই খবর সামনে আসতেই বিজেপির অন্দরেই শুরু হয়েছে নতুন জল্পনা। প্রশ্ন উঠতে শুরু করেছে, তাহলে মন্ত্রিসভা থেকে কাকে সরানো হতে পারে? নতুন করে জায়গাই বা পেতে পারেন কে?

গেরুয়া শিবিরে গুঞ্জন, মন্ত্রিসভায় নতুন মুখ হিসেবে জায়গা পেতে চলেছেন বঙ্গ বিজেপির প্রথম সারির কোনও নেতা। আর এক্ষেত্রেই প্রশ্ন উঠছে, তাহলে কে? বঙ্গ বিজেপির একাংশের অনুমান, কেন্দ্রীয় মন্ত্রিত্বের দৌঁড়ে এগিয়ে আছেন দলের দুর্দিনের কাণ্ডারি, বঙ্গ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি, সংঘ ঘনিষ্ঠ দিলীপ ঘোষ। আবার কারও কারও মতে উঠে আসছে বিজেপির বর্তমান রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নামও। কিন্তু একইসঙ্গে উঠে আসছে আরো একটা প্রশ্ন। সেটা হল, রদবদলের এই পরিস্থিতিতে মন্ত্রিত্ব হারাতে চলেছেন কে? তবে কি তালিকায় থেকে বাদ পড়তে পারেন ডা. সুভাষ সরকার? কেউ কেউ আবার মনে করছেন রিস্কি জোনে দাঁড়িয়ে রয়েছেন নিশীথ প্রামাণিকও। তবে শেষমেষ কী হয়, বলবে সময়ই।

Related Articles