আদালতে নির্দেশ না মানার অভিযোগে প্রাথমিক শিক্ষা পর্ষদের বিরুদ্ধে দায়ের হওয়া একটি মামলার প্রেক্ষিতে সোমবারই সভাপতি গৌতম পালকে তলব করেছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এদিন দুপুর ৩টে নাগাদ সশরীরে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের মুখোমুখি হন তিনি।
নির্দেশ অমান্য করায় তীব্র ভর্ৎষনা করে পর্ষদ সভাপতি গৌতম পালের বেতন বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। এমনকী পর্ষদকে ৫০ হাজার টাকা জরিমানা করারও কথা বলেন তিনি। যদিও এরপরেই কার্যত হাতজোড় করে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের কাছে ক্ষমাপ্রার্থনা করেন পর্ষদ সভাপতি। আশ্বাস দেন যত দ্রুত সম্ভব এই নির্দেশ কার্যকর করা হবে। শেষপর্যন্ত আগামী ২ সপ্তাহের মধ্যে আদালতের রায় কার্যকরী করার জন্য প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পালকে সময় দেওয়া হয়।
প্রসঙ্গত, ২০২০ সালে প্রাথমিক টেট পরীক্ষা দিয়েছিলেন এক জন চাকরিপ্রার্থী। প্রথমে জানা যায় পরীক্ষায় তিনি উত্তীর্ণ হননি। যদিও পরে টেট পাশ করার কথা জানতে পেরে হাইকোর্টের দারস্থ হন তিনি। সেই সময়ে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন, দ্রুত নিয়োগ প্রক্রিয়ায় অংশ নেওয়ার জন্য ইন্টারভিউতে ডাকতে হবে ওই চাকরিপ্রার্থীকে। দীর্ঘ একমাস হয়ে গেলেও সেই নির্দেশ বাস্তবায়িত করেনি পর্ষদ।