Sambad Samakal

Kolkata HC: জমছে রাজনৈতিক মামলার পাহাড়! বিরক্ত হাইকোর্ট! কী অবস্থান বিচারপতির?

Jul 17, 2023 @ 2:00 pm
Kolkata HC: জমছে রাজনৈতিক মামলার পাহাড়! বিরক্ত হাইকোর্ট! কী অবস্থান বিচারপতির?

আদালতে ক্রমশ জমছে রাজনৈতিক মামলার পাহাড়! আর তা দেখেই বিরক্ত কলকাতা হাইকোর্টের বিচারপতি! কেন এত রাজনৈতিক মামলা? তাহলে কি অন্য কোনও মামলা আর শোনা যাবেনা? এমনই প্রশ্ন তুলে মামলা ছেড়ে দেওয়ারও হুঁশিয়ারি দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত।

সোমবার নিজের এজলাসে পূর্ব মেদিনীপুরের একটি মামলা শোনা কালীন বিচারপতি জয় সেনগুপ্ত মন্তব্য করেন, প্রতিদিন এজলাসে বিভিন্ন রাজনৈতিক মামলা দায়ের হচ্ছে। শুধুমাত্র বিরোধী দলনেতারই ২৬/২৭টা মামলার শুনানি চলছে। তাহলে কি অন্য সাধারণ মানুষের মামলা শুনবেনা কলকাতা হাইকোর্ট?

বিরক্ত বিচারপতি মন্তব্য করেন, এত রাজনৈতিক মামলা দায়ের হলে এবার মামলা ছেড়ে দেবেন তিনি। প্রসঙ্গত, রাজ্যের বিরোধী দলগুলো ও তাদের নেতারা প্রায়শই বিভিন্ন ইস্যুতে কলকাতা হাইকোর্টের দারস্থ হচ্ছেন। যার জেরে জমছে রাজনৈতিক মামলার পাহাড়। এবার সেই ঘটনাতেই এদিন কার্যত নিজের ক্ষোভ উগড়ে দিলেন কলকাতা হাইকোর্টের এক বিচারপতি।

Related Articles