Sambad Samakal

Local Train: ব্যারাকপুরে সাতসকালে রেল অবরোধ! কী দাবি আন্দোলনকারীদের?

Jul 17, 2023 @ 10:54 am
Local Train: ব্যারাকপুরে সাতসকালে রেল অবরোধ! কী দাবি আন্দোলনকারীদের?

সপ্তাহের প্রথম কাজের দিন সোমবার সাতসকালে রেল অবরোধ শিয়ালদহ মেইন লাইনের ব্যারাকপুর স্টেশনে! স্থানীয় নাগরিক মঞ্চের পক্ষ থেকে স্টেশনের ফুট ব্রিজ সম্প্রসারণের দাবিতে এদিন সকাল ৯টা থেকে রেল অবরোধ শুরু হয়। অফিস টাইমের ব্যস্ত সময়ে থমকে যায় শিয়ালদহ-কৃষ্ণনগর শাখার আপ ও ডাউন লাইনে ট্রেন চলাচল।

আন্দোলনকারীদের দাবি, দীর্ঘদিন ধরে রেল কর্তৃপক্ষকে আবেদন-নিবেদন করা হলেও কর্নপাত করেননি তারা। তাই বাধ্য হয়েই রেল অবরোধের সিদ্ধান্ত নেওয়া হয়। সকাল ৯টা থেকে রেল চলাচল থমকে যাওয়ায় চরম ভোগান্তির শিকার হন নিত্যযাত্রীরা। পরে রেলের আধিকারিকদের আশ্বাসে অবরোধ ওঠে।

Related Articles