Sambad Samakal

Vande Bharat: দিল্লিগামী বন্দে ভারতে আগুন! কী পরিস্থিতি এই মুহূর্তে?

Jul 17, 2023 @ 11:48 am
Vande Bharat: দিল্লিগামী বন্দে ভারতে আগুন! কী পরিস্থিতি এই মুহূর্তে?

ফের বিপত্তি বন্দে ভারত এক্সপ্রেসে! ভোপাল থেকে দিল্লিগামী বন্দে ভারত এক্সপ্রেসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল সোমবার সকালে। জানা যাচ্ছে, নিজামুদ্দিন স্টেশনের কাছে আচমকাই ট্রেনের সি১২ কোচে আগুন দেখতে যান যাত্রীরা। দ্রুত ট্রেন দাঁড় করিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাতে শুরু করেন রেলকর্মীরা।

প্রাণভয়ে কামরা থেকে বেরিয়ে পড়েন যাত্রীরা। জানা যাচ্ছে, কামরার নিচে থাকা ব্যাটারি থেকেই আগুন লাগে। রেল কর্মীদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে। ক্ষতিগ্রস্ত কামরাটিতে ২০, ২২ জন যাত্রী ছিলেন বলে খবর। সকলেই সুরক্ষিত রয়েছেন।

Related Articles