পঞ্চায়েত ভোট হিংসা মামলায় ধৃত তৃণমূল কর্মীদের জামিনের দিতে হবে, এই দাবিতে একটানা পাঁচ দিন ধরে বিচারকের এজলাস বয়কট আইনজীবীদের! চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে দুর্গাপুর মহকুমা আদালতে।
জানা যাচ্ছে, ভোট হিংসায় যুক্ত থাকার অভিযোগে ৩০৭ ধারায় খুনের চেষ্টার অভিযোগে গ্রেফতার হন ১১ জন তৃণমূল কর্মী। যাদের মধ্যে রয়েছেন ওই আদালতের এক মুহুরিও। এজলাসে হাজির করা হলে ধৃতদের জামিন না দিয়ে জেল হেফাজতে পাঠান বিচারক অসীমানন্দ মণ্ডল। এরপর থেকেই তাঁর এজলাস বয়কট করেন আইনজীবীরা।
জেলা বিচারকের কাছে চিঠি লিখে বিচারক অসীমানন্দ মণ্ডল অভিযোগ করেছেন, এজলাস বয়কটের সঙ্গেই স্থানীয় বার কাউন্সিলের নেতারা তাঁকে হুমকিও দিচ্ছেন। এই পরিস্থিতিতে কার্যত অচলাবস্থা চলছে দুর্গাপুর আদালতে। জানা যাচ্ছে, এই অচলাবস্থা কাটাতে মঙ্গলবার দুর্গাপুর মহকুমা আদালতের বার কাউন্সিলের সঙ্গে বৈঠক করতে চলেছেন স্বয়ং জেলা বিচারক।