সদ্য রাজ্যে শেষ হয়েছে পঞ্চায়েত নির্বাচন। আর তারপরেই ২০২৪ সালের লোকসভা নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিল জাতীয় নির্বাচন কমিশন। জানা যাচ্ছে, চলতি মাসেই রাজ্যে আসতে চলেছে নির্বাচন কমিশনের প্রতিনিধি দল। নেতৃত্বে থাকবেন বাংলার দায়িত্বপ্রাপ্ত ডেপুটি নির্বাচন কমিশনার নীতেশ ব্যাস।
অন্যদিকে, বাংলার মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব আগামী ২২ জুলাই সমস্ত জেলা শাসকদের নিয়ে বৈঠকে বসতে চলেছেন বলে খবর। রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হতে পারে ওই দিন। অগাস্ট মাসের প্রথম সপ্তাহ থেকেই শুরু হয়ে যাবে ইভিএমের ফার্স্ট লেভেল চেকিংয়ের কাজ।