আর্থিক দুর্নীতি মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হাতে গ্রেফতার হলেন কলকাতা টিভির মালিক কৌস্তুভ রায়। জানা যাচ্ছে, সোমবার মধ্যরাতে গ্রেফতার করা হয়েছে তাঁকে।
ইডি সূত্রে খবর, সোমবার আর্থিক দুর্নীতি মামলায় ইডির তরফে কৌস্তুভ রায়কে তলব করা হয়েছিল। সকালে না এলেও বিকেলে ইডি দফতরে হাজির হন তিনি। এরপরে প্রায় রাত ২টো পর্যন্ত একটানা জেরার পরে গ্রেফতার করা হয় কৌস্তুভকে। প্রসঙ্গত, এর আগেও আর্থিক দুর্নীতি সংক্রান্ত মামলায় কৌস্তুভ রায়ের অফিস ও বাড়িতে তল্লাশি চালিয়েছিলেন কেন্দ্রীয় এজেন্সির তদন্তকারীরা।