রাজ্যে পঞ্চায়েত ভোটের ফলাফল প্রকাশ হয়ে গেলেও বিভিন্ন অনিয়মের অভিযোগ নিয়ে প্রায় প্রতিদিনই মামলা দায়ের হচ্ছে কলকাতা হাইকোর্টে। আর পঞ্চায়েত ভোট সংক্রান্ত সেইসব মামলা শুনতে গিয়ে অবহেলিত হচ্ছে অন্য মামলার বিচারের কাজ! মঙ্গলবার এই প্রসঙ্গে উষ্মা প্রকাশ করলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম।
এদিন নিজের এজলাসে বসে প্রধান বিচারপতি বলেন, “বিগত প্রায় দেড় মাস ধরে প্রতিদিন গাদা গাদা পঞ্চায়েত ভোট সংক্রান্ত মামলা দায়ের হচ্ছে হাইকোর্টে। আর সেসব মামলা শুনতে গিয়ে, অন্য মামলা শোনা যাচ্ছেনা।”
উপস্থিত আইনজীবীদের উদ্দেশ্য করে হাইকোর্টের প্রধান বিচারপতি বলেন, “সাধারণ মানুষ ভাবছে আমরা কাজ করছিনা। আসলে আপনাদের পঞ্চায়েত মামলার ভিড়ের নিচে সাধারণ মানুষের বিভিন্ন মামলাগুলো চাপা পড়ে যাচ্ছে। এরপরে আপনারা মামলার শুনানির নির্দিষ্ট সময় জানতে চাইলে, তা আমাদের পক্ষে দেওয়া সম্ভব নয়।” প্রসঙ্গত, এর আগেও কলকাতা হাইকোর্টের আরও এক বিচারপতি জয় সেনগুপ্ত রাজনৈতিক মামলার ভিড় নিয়ে ক্ষোভপ্রকাশ করেছিলেন। এবার সেই সুরই শোনা গেল খোদ প্রধান বিচারপতির কণ্ঠে।