চব্বিশের লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে বেঙ্গালুরুতে ঐক্যবদ্ধ বৈঠকে বসেছে দেশের ২৬টি বিজেপি বিরোধী রাজনৈতিক দল। নজিরবিহীন ভাবে সরকারি অনুষ্ঠান মঞ্চ থেকে বিরোধীদের তীব্র ভাষায় আক্রমণ করেছেন প্রধানমন্ত্রী মোদি। এবার পাল্টা তোপ দাগলেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিন বৈঠকে যোগ দেওয়ার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা বলেন, “দেশের বিরোধী নেতাদের কাউকে মণিপুরে যেতে দেওয়া হচ্ছেনা। ওখানে কী হচ্ছে কেউ জানেনা। অথচ প্রধানমন্ত্রী লাগাতার বিদেশ সফর করছেন। আসলে বিরোধী ঐক্যের ছবিটা দেখে ভয় পেয়েছে বিজেপি। তাই প্রধানমন্ত্রী নিজে এভাবে আক্রমণ করছেন। আমরা সকলে একসঙ্গেই আছি।”