Sambad Samakal

North Bengal University: আচমকাই অপসারিত উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য! নতুন দায়িত্বে কে?

Jul 18, 2023 @ 12:29 pm
North Bengal University: আচমকাই অপসারিত উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য! নতুন দায়িত্বে কে?

নিয়োগের মাত্র দু’মাসের মধ্যেই অপসারিত উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য! জানা যাচ্ছে, বিশ্ববিদ্যালয়ের আচার্য তথা রাজ্যপাল সিভি আনন্দ বোস এক নির্দেশে জানিয়েছেন, উপাচার্য সঞ্চারী রায় মুখোপাধ্যায়কে তাঁর দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হচ্ছে। আপাতত উপাচার্যের দায়িত্ব পালন করবেন অধ্যাপক রথীন বন্দ্যোপাধ্যায়।

রাজভবন সূত্রে খবর, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ওমপ্রকাশ মিশ্রের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগে তদন্তের নির্দেশ দিয়েছিলেন রাজ্যপাল। সেই তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছিল উপাচার্য সঞ্চারী রায় মুখোপাধ্যায়ের ওপরে। কিন্তু দীর্ঘদিন সময় কেটে গেলেও সেই তদন্ত শুরু হয়নি। এরপরেই ক্ষুব্ধ রাজ্যপাল তথ্য আচার্য এই সিদ্ধান্ত নেন।

Related Articles