দু’দিনের বৈঠক শেষে বিজেপি বিরোধী জোটের নাম চূড়ান্ত করল ২৬টি রাজনৈতিক দল। কংগ্রেসের পক্ষ থেকে টুইট করে প্রথমে জানানো হয়, বিজেপি বিরোধী জোটের নাম হতে চলেছে ‘ইন্ডিয়া’। যার পুরো অর্থ হচ্ছে, ইন্ডিয়ান ন্যাশানাল ডেভলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্স। গোটা দেশের মানুষকে ঐক্যবদ্ধ করে বিজেপির বিরুদ্ধে শক্তিশালী প্রতিপক্ষ খাড়া করার লক্ষ্যেই এই নাম বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।
বিকেলে বৈঠকের শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আমাদের জোটের নাম ইন্ডিয়া। অত্যন্ত ভালো আলোচনা হয়েছে বৈঠকে। বিজেপি কি ইন্ডিয়াকে চ্যালেঞ্জ করতে পারবে? এনডিএ কি ইন্ডিয়াকে চ্যালেঞ্জ করতে পারবে? পারলে করে দেখাক!”