বেঙ্গালুরুতে বিরোধী দলের বৈঠক শেষে কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে ‘আমাদের ফেভারিট’ বলে সম্মোধন করলেন তৃণমূল সুপ্রিমো তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলায় প্রদেশ কংগ্রেসের সঙ্গে যত তিক্ত সমীকরণই থাকনা কেন, জাতীয় রাজনীতিতে তৃণমূল যে ফের কংগ্রেসের কাছাকাছি আসতে চলেছে, তার ইঙ্গিত পাওয়া গেল এদিনই। অন্যদিকে, মমতা বন্দ্যোপাধ্যায়কেও জোটের মধ্যে আলাদা করে যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী।
সূত্রের খবর, ২৬টি বিরোধী দলের বৈঠকে জোটের নামকরণ নিয়ে দীর্ঘক্ষণ আলোচনা হয়। তিনটি নাম নিয়ে আলোচনা হলেও শেষপর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া ‘ইন্ডিয়া’ নামেই শিলমোহর দেন সমস্ত দলের নেতারা। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে জানিয়েছেন, জোটের আগামী বৈঠক হবে মহারাষ্ট্রে।
এবারের বৈঠকে নাম চূড়ান্ত হলেও, আসন রফা এখনও চূড়ান্ত হয়নি বলে খবর। মমতা বন্দ্যোপাধ্যায় ফের একের বিরুদ্ধে এক প্রার্থীর নীতির কথা জোরের সঙ্গে তুলে ধরেন বৈঠকে। নীতিগত ভাবে সকলে সহমত হলেও, কয়েকটি রাজ্যে পরস্পরবিরোধী সমীকরণের কারণে এই বিষয়ে আরও আলোচনার প্রয়োজন বলে মনে করেছেন সমস্ত দলের নেতৃত্বই।