Sambad Samakal

Panchayat Election: পুরুলিয়া জেলার পঞ্চায়েত ভোট বাতিলের দাবি! হাইকোর্টে বিজেপি সাংসদ

Jul 18, 2023 @ 1:02 pm
Panchayat Election: পুরুলিয়া জেলার পঞ্চায়েত ভোট বাতিলের দাবি! হাইকোর্টে বিজেপি সাংসদ

পুরুলিয়া জেলায় পঞ্চায়েত ভোটের নামে কার্যত প্রহসণ হয়েছে! তাই নির্বাচন বাতিল করে নিরপেক্ষ সংস্থাকে দিয়ে তদন্তের দাবিতে কলকাতা হাইকোর্টের দারস্থ হলেন বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো।

মঙ্গলবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের বেঞ্চে পুরুলিয়ার বিজেপি সাংসদ দাবি করেন, পঞ্চায়েতে গোটা জেলায় ভোট লুঠ হয়েছে। সাধারণ মানুষ তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারেনি। তাই পুরুলিয়া জেলার নির্বাচন বাতিল করা হোক। এরসঙ্গেই কোনও নিরপেক্ষ সংস্থাকে গোটা ঘটনার তদন্তের দায়িত্ব দেওয়া হোক। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ।

Related Articles