পঞ্চায়েত ভোট গণনার পরে প্রায় এক সপ্তাহ পার হয়ে গিয়েছে। আর তারপরেও গণনাকেন্দ্রে পড়ে রয়েছে একাধিক সিলড ব্যালট বাক্স! চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে মালদার গাজোলে।
জানা যাচ্ছে, গাজোলের হাজি নাকু মহম্মদ উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে গণনাকেন্দ্র তৈরি হয়েছিল। এদিন সকালে সেই স্কুলেরই একটি ঘরে ৩টি সিলড ব্যালট বাক্স পড়ে থাকতে দেখেন প্রধান শিক্ষক। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে ব্যালট বাক্স উদ্ধার করে স্থানীয় বিডিওর নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী। আদৌ ওই ব্যালট বাক্সগুলি গণনা করা হয়েছিল কিনা, তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।