Sambad Samakal

Bhangor: ফের উত্তপ্ত ভাঙড়! পরাজিত তৃণমূল প্রার্থীকে লক্ষ্য করে গুলি

Jul 19, 2023 @ 11:01 am
Bhangor: ফের উত্তপ্ত ভাঙড়! পরাজিত তৃণমূল প্রার্থীকে লক্ষ্য করে গুলি

পঞ্চায়েত ভোটের ফলাফল প্রকাশের পরেও উত্তপ্ত ভাঙড়! মঙ্গলবার রাতে ভাঙড়ে তৃণমূলের এক জন পরাজিত প্রার্থীকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠল আইএসএফ আশ্রিত দুষ্কৃতিদের বিরুদ্ধে। অল্পের জন্য প্রাণে বাঁচলেও গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তৃণমূল কর্মী হাতেম মোল্লা।

জানা যাচ্ছে, ভাঙড়ের চালতাবেড়িয়া অঞ্চলের পানাপুকুর এলাকায় তৃণমূলের প্রতীকে ভোটে দাঁড়িয়েছিলেন হাতেম মোল্লা। গতকাল রাত সাড়ে ১০টা নাগাদ বাড়ি ফেরার সময়ে আচমকাই তাঁর ওপরে হামলা চালায় একদল দুষ্কৃতি। ভাঙড়ের দায়িত্বপ্রাপ্ত তৃণমূল বিধায়ক শওকত মোল্লা দাবি করেছেন, বিজেপির ইন্ধনে আইএসএফ কর্মীরা এই কাণ্ড করেছে। নতুন করে অশান্তি এড়াতে এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশবাহিনী।

Related Articles