Sambad Samakal

Mamata: সরকার ফেলার হুমকি বিজেপির, বালতি উল্টে দেখাক! পাল্টা চ্যালেঞ্জ মমতার

Jul 19, 2023 @ 6:28 pm
Mamata: সরকার ফেলার হুমকি বিজেপির, বালতি উল্টে দেখাক! পাল্টা চ্যালেঞ্জ মমতার

সদ্য সমাপ্ত পঞ্চায়েত ভোটে ফের নিজেদের বিপুল জনসমর্থনের কথা প্রমাণ করেছে ঘাসফুল শিবির। আর তারপর থেকে রাজ্য বিজেপির নানান মাপের নেতারা ক্রমাগত তৃণমূল সরকার ফেলে দেওয়ার হুমকি দিতে শুরু করেছিলেন। বুধবার এসএসকেএম হাসপাতালে পঞ্চায়েত হিংসায় আহত তৃণমূল কর্মীদের সঙ্গে সাক্ষাতের পরে এই বিষয়ে প্রথমবার মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। সরাসরি ছুঁড়ে দিলেন পাল্টা চ্যালেঞ্জ।

এদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মমতা বলেন, “ওদের বলুন আগে বালতি উল্টে দেখাতে! তারপর সরকার ফেলতে আসবে। কাল থেকে’তো ভয়ে থরথর করে কাঁপছে!”

প্রসঙ্গত, মঙ্গলবারই বেঙ্গালুরুতে ২৬ বিরোধী দলের জোট ‘ইন্ডিয়া’র আত্মপ্রকাশের করেছে। তারপরে এদিন বিজেপির বিরুদ্ধে মমতার এই চ্যালেঞ্জ বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।

Related Articles