বিগত কয়েক বছর ধরেই বহুজাতিক সংস্থা ‘জনসন অ্যান্ড জনসনের’ বেবি পাউডার ঘিরে বিতর্ক দানা বাঁধছিল। পাউডারে থাকা ক্ষতিকারক উপাদানের সংস্পর্শে এলে ক্যান্সারের মত মারণ রোগের সম্ভাবনা থাকে বলে সতর্ক করেছিলেন বিশেষজ্ঞরা। এবার এক ব্যক্তি দাবি করলেন ওই সংস্থার পাউডারের সংস্পর্শে এসেই ক্যান্সার আক্রান্ত হয়েছেন তিনি।
আন্তর্জাতিক সংবাদ সংস্থা সূত্রে খবর, ক্যালিফোর্নিয়ার এক ব্যক্তি ‘জনসন অ্যান্ড জনসনের’ বিরুদ্ধে আদালতের দারস্থ হয়েছিলেন। মামলায় সংস্থাটির দোষ প্রমাণিত হওয়ার পরে ১৮.৮ মিলিয়ন মার্কিন ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। যা ভারতীয় মুদ্রায় প্রায় ১৫৪ কোটি টাকা। যদিও এই বিষয়ে ‘জনসন অ্যান্ড জনসন’ সংস্থার কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।