Sambad Samakal

Manipur: অশান্ত মণিপুরে তৃণমূল সাংসদের প্রতিনিধি দল, কী কী কর্মসূচী রয়েছে?

Jul 19, 2023 @ 11:28 am
Manipur: অশান্ত মণিপুরে তৃণমূল সাংসদের প্রতিনিধি দল, কী কী কর্মসূচী রয়েছে?

অশান্ত মণিপুরের পরিস্থিতি সরজমিনে খতিয়ে দেখতে বুধবার সকালে রওনা দিল তৃণমূল কংগ্রেস সাংসদদের একটি প্রতিনিধি দল। এই প্রতিনিধি দলে রয়েছেন সাংসদ দোলা সেন, ডেরেক’ও ব্রায়েন, কাকলী ঘোষ দস্তিদার, কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও সুস্মিতা দেব।

কলকাতা বিমানবন্দর থেকে রওনা দেওয়ার সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুস্মিতা দেব বলেন, “আমরা মণিপুরের বিভিন্ন পক্ষের প্রতিনিধিদের সঙ্গে কথা বলব। সরকারি আশ্রয় শিবিরগুলির পরিস্থিতি খতিয়ে দেখব। ওখানকার মহামান্য রাজ্যপালের সঙ্গেও দেখা করব। সমস্ত অভিজ্ঞতার রিপোর্ট ফিরে এসে দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে জমা দেওয়া হবে।”

Related Articles