২০২১ সালের বিধানসভা নির্বাচনের সময়ে এরাজ্যের তারিখ রাজনীতি শুরু করেছিলেন বর্তমান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবার ফের একবার তারিখ বেঁধে দিয়ে দুর্নীতি ফাঁস করার হুঁশিয়ারি দিলেন তিনি।
সোমবার কলকাতায় পঞ্চায়তে নির্বাচনে সন্ত্রাসের বিরুদ্ধে মহামিছিল করে বিজেপি। মিছিলের শুরুতে মঞ্চে সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষদের পাশে নিয়ে ২৪ তারিখ বড়সড় দুর্নীতির পর্দাফাঁস করার ইঙ্গিত দিলেন শুভেন্দু অধিকারী।
তাঁর দাবি, বেআইনিভাবে ১২০ কোটি টাকার টেন্ডার পাইয়ে দেওয়া হয়েছে ভোট-কুশলী সংস্থা আইপ্যাক’কে। রাজ্য সরকারি তথ্যপ্রযুক্তি সংস্থা ওয়েবেলের মাধমে এই দুর্নীতি সংগঠিত হয়েছে বলে দাবি করেন শুভেন্দু। আগামী ২৪ তারিখ অর্থাৎ সোমবার এই বিষয়ে সমস্ত প্রমাণ জনসমক্ষে আনবেন বলে জানান।
যদিও শুভেন্দু অধিকারীর এই দাবিকে সেভাবে পাত্তা দিতে রাজি নয় তৃণমূল কংগ্রেস। মুখপাত্র কুণাল ঘোষের দাবি, “ওঁর উচিত সিবিআই-ইডি দফতরে গিয়ে একটি ভিডিও দেখানো। যেখানে তাকেই কাগজে মুড়িয়ে টাকা নিতে দেখা যাচ্ছে।”