নিয়োগ দুর্নীতি কাণ্ডে ধৃত সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা তদন্তের স্বার্থে সংগ্রহ করতে চেয়েছিল ইডি। নিম্ন আদালত আবেদন মঞ্জুর করার পরেও কলকাতা হাইকোর্টে সেই সিদ্ধান্তের বিরুদ্ধে আবেদন করেছিলেন তিনি। বৃহস্পতিবার সেই আবেদন খারিজ করে নিম্ন আদালতের রায়ই বহাল রাখল কলকাতা হাইকোর্ট।
এদিন আদালত জানিয়েছে, আপাতত নিম্ন আদালতের রায়ের ওপরে কোনও ধরনের হস্তক্ষেপ করা হবেনা। তদন্তের স্বার্তে চাইলে ইডির তদন্তকারীরা কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করতে পারবেন। প্রসঙ্গত, বর্তমানে হার্টের চিকিৎসার জন্য এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন কালীঘাটের কাকু। সেখানে গিয়েই কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা হতে পারে বলে জানা যাচ্ছ ইডি সূত্রে।