মণিপুরের চূড়াচাঁদপুরে মধ্যযুগীয় নারী নির্যাতনের ঘটনায় লজ্জিত গোটা দেশ। এবার এই বিষয়ে মুখ খুললেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার বিকেলে টুইটে তিনি জানান, এই নৃশংস ঘটনা দেখে স্তম্ভিত। সঙ্গেই দোষীদের দ্রুত বিচারের দাবিও তুলেছেন মমতা।
তিনি টুইটে লিখেছেন, “ভয়ঙ্কর ভিডিও! দুই মহিলাকে নিয়ে উন্মত্ত জনতার অমানবিক আচরণ দেখে আমি স্তম্ভিত। এই দৃশ্য দেখার পর আমার বলার কোনও ভাষা নেই। সকলের উচিত এই ঘটনার নিন্দা করা। নির্যাতিতারা যাতে দ্রুত বিচার পায়, সেই ব্যবস্থা করা।”