Sambad Samakal

Mamata: রাত পোহালেই মেগা ইভেন্ট, ধর্মতলায় শহিদ দিবসের মঞ্চ পরিদর্শনে মমতা

Jul 20, 2023 @ 6:38 pm
Mamata: রাত পোহালেই মেগা ইভেন্ট, ধর্মতলায় শহিদ দিবসের মঞ্চ পরিদর্শনে মমতা

রাত পোহালেই তৃণমূলের মেগা ইভেন্ট একুশে জুলাইয়ের শহিদ দিবস। আর তারআগেই প্রস্তুতির কাজ খতিয়ে দেখতে ধর্মতলায় শহিদ দিবসের মঞ্চের সামনে উপস্থিত হলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গেই ছিলেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, মন্ত্রী অরূপ বিশ্বাস, শোভনদেব চট্টোপাধ্যায়, কলকাতার পুলিশ কমিশনার সহ অন্যান্যরা।

দীর্ঘক্ষণ শহিদ দিবসের মঞ্চের সামনে সকলের সঙ্গে সমাবেশের চূড়ান্ত প্রস্তুতি নিয়ে কথা বলেন তিনি। বিভিন্ন জেলা থেকে আসা কর্মী-সমর্থকদের থাকা-খাওয়া সম্পর্কেও খোঁজখবর নেন। মমতার সামনে গণ-সঙ্গীত পরিবেশন করেন তৃণমূল ছাত্র পরিষদের কর্মীরাও।

Related Articles