মণিপুরে কুকি সম্প্রদায়ের দু’ই মহিলাকে বিবস্ত্র করে অত্যাচারের ঘটনায় স্তম্ভিত গোটা দেশ। দল-মত নির্বিশেষে নিন্দায় সরব হয়েছেন সকলে। এই পরিস্থিতিতে সংসদের বাদল অধিবেশনের শুরুতে কড়া বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে এদিন প্রধানমন্ত্রী বলেন, “মণিপুরের ঘটনায় আমরা স্তম্ভিত। যারা এই জঘন্য ঘটনার সঙ্গে যুক্ত তাদের রেয়াত করা হবেনা। পুলিশ-প্রশাসন কঠোর ব্যবস্থা নেবে। মণিপুরের মেয়েদরে সঙ্গে যা হয়েছে, তা গোটা দেশকে লজ্জিত করেছে। সমস্ত রাজ্য সরকারের কাছে আবেদন করব, রাজনৈতিক মতপার্থক্যের উর্ধ্বে উঠে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থ নিন।”
মণিপুরের মুখ্যমন্ত্রী সংবাদমাধ্যমে বিবৃতি দিয়ে জানিয়েছেন, এই ঘটনার সঙ্গে যুক্ত মূল অপরাধীকে বুধবার মধ্যরাতেই গ্রেফতার করা হয়েছে।