সংসদে আজ বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে বাদল অধিবেশন। মোদি সরকারের সংসদীয় বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী জানিয়েছেন, এবারের অধিবেশনে মোট ৩১টি বিল আনা হতে পারে পাশ করানোর জন্য। এরমধ্যে দিল্লির আমলা নিয়ন্ত্রণ সংক্রান্ত বিল থাকলেও, ইউনিফর্ম সিভিল কোডের কোনও উল্লেখ নেই আপাতত।
অন্যদিকে, সংসদের বাদল অধিবেশনে মোদি সরকারকে চাপে ফেলতে তৈরি হচ্ছে বিরোধী রাজনৈতিক দলগুলোর নয়া জোট ‘ইন্ডিয়া’। জানা যাচ্ছে, রণকৌশল চূড়ান্ত করতে এদিনই বৈঠকে বসতে চলেছেন জোটের নেতৃবৃন্দ। মণিপুর, দিল্লিতে কুস্তিগিরদের আন্দোলন সহ বিভিন্ন ইস্যুতে মোদি সরকারকে কোনঠাসা করার জন ঘুঁটি সাজাতে শুরু করেছেন বিরোধী জোটের নেতারা।