Sambad Samakal

Mamata Abhishek: মমতা-অভিষেকের বিরুদ্ধে মামলা হাইকোর্টে! কী অভিযোগ?

Jul 20, 2023 @ 1:06 pm
Mamata Abhishek: মমতা-অভিষেকের বিরুদ্ধে মামলা হাইকোর্টে! কী অভিযোগ?

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সর্বভরতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে জনস্বার্থ মামলা কলকাতা হাইকোর্টে! রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতির কারণে দু’জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করার অনুমতি চেয়ে এই মামলাটি দায়ের করেছেন জনৈক আইনজীবী অনিন্দ্য সুন্দর দাস।

বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায়ের এজলাসে জনস্বার্থ মামলা দায়ের করে ওই আইনজীবীর অভিযোগ, মুখ্যমন্ত্রী ও অভিষেক ধারাবাহিকভাবে প্ররোচণামূলক বক্তব্য পেশ করছেন। যার জেরে রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে। তাই তাঁদের বিরুদ্ধে অবিলম্বে এফআইআর দায়ের করে তদন্ত শুরু হোক। জানা যাচ্ছে, এদিন দুপুরেরই মামলাটির শুনানি হতে পারে।

Related Articles