মণিপুরে নৃশংস নারী নির্যাতনের ঘটনায় কড়া অবস্থান নিল সুপ্রিমকোর্ট। বৃহস্পতিবার সকালে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় নিজের এজলাসে এই ঘটনায় চরম ক্ষোভ প্রকাশ করে বলেন, সরকার যদি এর বিরুদ্ধে ব্যবস্থা না নেয় তাহলে সুপ্রিমকোর্ট স্বতঃপ্রণোদিত হয়ে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে।
এরপরেই তিনি নির্দেশ দেন, এই ঘটনার পরিপ্রেক্ষিতে ঠিক কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে সেই বিষয়ে রিপোর্ট জমা দিতে হবে কেন্দ্র ও রাজ্য সরকারকে। সেই রিপোর্ট বিবেচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেবে দেশের সর্বোচ্চ আদালত।