পঞ্চায়েত ভোট হিংসায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ইন্ধনের অভিযোগে এফআইআর দায়ের করার অনুমতি চেয়ে হাইকোর্টের দারস্থ হয়েছিলেন জনৈক আইনজীবী সুমন সিংহ। বৃহস্পতিবার সেই মামলায় বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ জানিয়ে দিল, অভিযোগ খতিয়ে দেখে প্রয়োজনে এফআইআর দায়ের করতে পারবে পুলিশ।
এরসঙ্গেই বিচারপতি জানিয়েছেন, পুলিশি তদন্তে সবরকমের সহযোগিতা করতে হবে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। তবে গ্রেফতারির ক্ষেত্রে কলকাতা হাইকোর্টের অনুমতি নিতে হবে। প্রসঙ্গত, এর আগে কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থা শুভেন্দু অধিকারীকে রক্ষাকবচ দিয়ে জানিয়েছিলেন, তাঁর বিরুদ্ধে কোনও এফআইআর দায়ের করা যাবেনা। সেই রায়কে চ্যালেঞ্জ করেই ডিভিশন বেঞ্চে জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন জনৈক আইনজীবী সুমন সিংহ।