Sambad Samakal

TMC: একুশে জুলাইয়ে ভিন রাজ্যেও শোনানো হবে মমতার ভাষণ, কী পরিকল্পনা দলের?

Jul 20, 2023 @ 1:58 pm
TMC: একুশে জুলাইয়ে ভিন রাজ্যেও শোনানো হবে মমতার ভাষণ, কী পরিকল্পনা দলের?

রাত পোহালেই তৃণমূলের একুশে জুলাইয়ের শহীদ সমাবেশ কলকাতায়। শুক্রবার দুপুর ১টা নাগাদ মঞ্চে বক্তব্য রাখার কথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের। তার আগে বক্তব্য রাখবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য নেতৃত্ব। এবার সেই ভাষণই বিশেষভাবে বাংলার বাইরেও বেশ কয়েকটি রাজ্যে শোনানোর পরিকল্পনা করা হয়েছে বলে খবর।

প্রসঙ্গত, শহীদ দিবসের মঞ্চ থেকে ২০২৪ সালের লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে মোদি সরকারের বিরুদ্ধে লড়াইয়ে বার্তা দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়, এমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল। আর সেই বার্তা দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে দিতে উদ্যোগ নিল তৃণমূল কংগ্রেস।

জানা যাচ্ছে, ত্রিপুরা, অসম, মেঘালয়, গোয়া সহ বিভিন্ন রাজ্যে জায়েন্ট স্ক্রিনের মাধ্যমে মমতার বার্তা শোনানো হবে। ওই রাজ্যগুলিতে তৃণমূলের দফতর ও জনবহুল স্থানে এজন্য প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই।

Related Articles