Sambad Samakal

Aparna Sen: পঞ্চায়েত ভোট হিংসা নিয়ে সরব অপর্ণা সেন, কার ওপর দায় চাপালেন?

Jul 20, 2023 @ 7:36 pm
Aparna Sen: পঞ্চায়েত ভোট হিংসা নিয়ে সরব অপর্ণা সেন, কার ওপর দায় চাপালেন?

রাজ্যে সদ্য সমাপ্ত পঞ্চায়েত ভোটে হিংসাত্মক ঘটনার জেরে প্রাণ গিয়েছে প্রায় ৫২ জন মানুষের। এবার এই ঘটনা নিয়ে মুখ খুললেন বিশিষ্ট অভিনেত্রী ও বুদ্ধিজীবি অপর্ণা সেন। বৃহস্পতিবার মানবাধিকার সংগঠন এপিডিআর-এর একটি কনভেনশনে যোগ দিয়ে কার্যত বিস্ফোরক মন্তব্য করলেন তিনি। এমনকী রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে একটি খোলা চিঠিও জারি করেছেন তিনি।

খোলা চিঠিতে অপর্ণা লিখেছেন, “পশ্চিমবঙ্গের পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে ৫২ জন মানুষ প্রাণ হারিয়েছেন। আপনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী। নির্বাচন কমিশনের সাংবিধানিক দায়িত্ব অস্বীকার না করেও, এই কথা অবশ্যই বলা যায় যে এই পঞ্চায়েত নির্বাচন কেন্দ্রিক হত্যালীলা, এবং অরাজকতার দায়িত্ব মূলত পশ্চিমবঙ্গ সরকারের এবং আপনার। পশ্চিমবঙ্গের স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে এই দায়িত্ব আপনি কোনোভাবেই অস্বীকার করতে পারেন না।”

এদিন নাগরিক কনভেনশনের মঞ্চ থেকে তিনি বলেন, “রাজ্যে এই পরিবর্তন আমরা চাইনি। সামগ্রিক পরিস্থিতি দেখে আমি অত্যন্ত হতাশ। সব দলই দুর্নীতিগ্রস্ত। মানুষের জন্য কেউ নেই।” প্রসঙ্গত, মুখ্যমন্ত্রীর উদ্দেশে লেখা অপর্ণা সেনের খোলা চিঠির সঙ্গে সহমত পোষণ করেছেন সমাজকর্মী বোলান গাঙ্গুলি, প্রাক্তন অধ্যাপিকা মীরাতুন নাহার, সঙ্গীত পরিচালক দেবজ্যোতি মিশ্র, চিত্রশিল্পী সমীর আইচ সহ অন্যান্যরাও।

Related Articles