২১ জুলাই এর শহীদ মঞ্চ থেকে বিজেপি নেতাদের বাড়ি ঘেরাওয়ের নির্দেশ দিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলের সমস্ত কর্মীদের উদ্দেশে অভিষেক বলেন, “আমরা ১০০ দিনের কাজের টাকা আদায়ে দিল্লিতে অবস্থানে বসব। তবে তার আগে নিজেদের একটা ছোট্ট পরীক্ষা হয়ে যাক। নিজের নিজের এলাকার বুথ স্তর থেকে শুরু করে ব্লক, জেলা, রাজ্য স্তরের সমস্ত বিজেপি নেতার তালিকা তৈরি করুন। তারপর আগামী ৫ আগস্ট, শনিবার সমস্ত বিজেপি নেতার বাড়ি শান্তিপূর্ণভাবে ঘেরাও করুন। বাড়িতে বয়স্ক মানুষ থাকলে তাদের ঢোকা বা বেরোনোয় বাধা দেবেন না। কিন্তু নেতাকে অবরুদ্ধ করুন। সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৬ টা, টানা আট ঘণ্টা অবরুদ্ধ করে রাখুন তাঁদের। একটা বার্তা দিন। তবে অবশ্যই কারো প্ররোচনায় পা দেবেন না, কারো গায়ে হাত দেবেন না।”
তবে এরপরেই বলতে উঠে অভিষেকের এই প্রস্তাব একটু শুধরে দেন নেত্রী। মমতা বলেন, “আমি অভিষেককে বলব, বুথ স্তর থেকে নয়, এই ঘেরাও কর্মসূচি হোক ব্লক স্তরে। আর বাড়ির সামনে নয়, বাড়ি থেকে ১০০ মিটার দূরে ঘেরাও করা হোক। শান্তিপূর্ণ ভাবে শুধুমাত্র ওদের একটা বার্তা দেওয়াই উদ্দেশ্য।”