Sambad Samakal

Mamata Banerjee: শহীদ সমাবেশে যোগ দেওয়ার আগেই প্রশ্নের মুখে মমতার নিরাপত্তা, গ্রেফতার সন্দেহভাজন

Jul 21, 2023 @ 1:27 pm
Mamata Banerjee: শহীদ সমাবেশে যোগ দেওয়ার আগেই প্রশ্নের মুখে মমতার নিরাপত্তা, গ্রেফতার সন্দেহভাজন

২১ জুলাইয়ের শহীদ সমাবেশে যোগ দেওয়ার আগেই ফের প্রশ্নের মুখে পড়ল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা। কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে থেকে আটক করা হল সন্দেহভাজন ব্যক্তিকে। ওই ব্যক্তির গাড়ি থেকে ভোজালি, আগ্নেয়াস্ত্র মাদক বাজেয়াপ্ত করেছে পুলিশ। ধৃতকে জিজ্ঞাসাবাদ করছে কলকাতা পুলিশের এসটিএফ।

পুলিশ সূত্রে খবর, ধৃতের নাম শেখ নুর আমিন। মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে কালো গাড়ি নিয়ে অপেক্ষা করছিলেন ওই ব্যক্তি। গাড়ির নম্বর WB06U0277, গাড়িতে ছিল পুলিশ লেখা বোর্ড। ইমারজেন্সি লাইট জ্বালানো ছিল গাড়িতে। সন্দেহ হওয়ায় পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করে। তার কাছ থেকে আইবি-র ভুয়ো পরিচয়পত্রও বাজেয়াপ্ত করেছে পুলিশ।

Related Articles