মণিপুরে নৃশংস নারী নির্যাতনের ঘটনায় উত্তাল গোটা দেশ। এই পরিস্থিতিতে বিগত কয়েক মাস ধরে উত্তপ্ত মণিপুরে যাচ্ছেন বিরোধী ‘ইন্ডিয়া’ জোটের মুখ্যমন্ত্রীরা! শুক্রবার একুশে জুলাইয়ের সমাবেশ থেকে এমনটাই জানালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিন মমতা বলেন, “মণিপুরে যে ঘটনা ঘটেছে, তা মেনে নেওয়া যায়না। আমি কেজরিওয়ালের সঙ্গে কথা বলেছি। বাকিদের সঙ্গেও বলছি। ইন্ডিয়া জোটের মুখ্যমন্ত্রীদের একটি প্রতিনিধি দল নিয়ে মণিপুরে যাওয়ার চেষ্টা চলছে। আমরা চাই মণিপুরের মানুষ বিচার পাক।”
শহিদ স্মরণ সভার শেষে এদিন মণিপুরে জাতি দাঙ্গায় মৃতদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।