Sambad Samakal

Mamata: চেয়ার চাই না, বিজেপির বিদায় চাই! ২৪ এর লক্ষ্যে কী বার্তা মমতার?

Jul 22, 2023 @ 3:48 pm
Mamata: চেয়ার চাই না, বিজেপির বিদায় চাই! ২৪ এর লক্ষ্যে কী বার্তা মমতার?

চেয়ার চাই না, বিজেপির বিদায় চাই। আগামী ২০২৪ এর লোকসভা নির্বাচনের আগে হওয়া শেষ ২১ জুলাইয়ের মঞ্চ থেকে সমগ্র দেশবাসীর উদ্দেশে এই বার্তাই দিলেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

২০২৪ সালের লোকসভা নির্বাচনে মোদি বিরোধী জোটের সলতে পাকানো শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে ব্যাঙ্গালোরে তৈরি হয়েছে “ইন্ডিয়া”। আর সেই ইন্ডিয়াই ২৪শে মোদি সরকারকে গদি থেকে টেনে নামাবে, এই বিশ্বাসে এবারের ২১ জুলাই শহীদ সমাবেশে তৃণমূল কর্মী সমর্থকদের বাড়তি অক্সিজেন জুগিয়েছে। বাংলার আপামর তৃণমূল কর্মী সমর্থক থেকে আম জনতা যখন ২৪ শে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেশ নায়িকার ভূমিকায় দেখতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন, ঠিক তখনই নেত্রী জানালেন, “চেয়ার নয়, মোদি সরকারের অপসারণই তাঁর একমাত্র লক্ষ্য। শহীদ সমাবেশের মঞ্চ থেকে গর্জে উঠলেন মোদি সরকারের একের পর এক জন বিরোধী নীতির বিরুদ্ধে। তাঁর কথায় রান্নার গ্যাস থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির কথা যেমন উঠে এক, তেমনই উঠে এল মণিপুরের মা বোনদের চরম নির্যাতনের প্রসঙ্গও। মমতা বলেন, চব্বিশে ইন্ডিয়া জিতবে, হারবে ভাজবা। চেয়ার চাইনা, দেশ থেকে বিজেপির বিদায় চাই।”

Related Articles