এবার দূরপাল্লার ট্রেনের জেনারেল কোচের যাত্রীরা পেট ভরা খাবার পাবেন মাত্র ২০ টাকায়। যাত্রীদের জন্য বিশেষ এই “ইকোনমি মিল”- এর কথা ঘোষণা করেছে পূর্ব রেল। ইতিমধ্যেই শিয়ালদা সহ আট স্টেশনে চালুও হয়ে গিয়েছে এই পরিষেবা। প্ল্যাটফর্মের যে জায়গায় সাধারণত জেনারেল কোচ পরে, সেখানেই খোলা হয়েছে এই “ইকোনমি মিল”- এর কাউন্টার।
পূর্ব রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, আপাতত জেনারেল কামরার যাত্রীরা “ইকোনমি মিল” পাবেন শিয়ালদা, আসানসোল, দুর্গাপুর, খড়গপুর, হিজলি, রামপুরহাট, নিউ কোচবিহার ও নিউ আলিপুরদুয়ার স্টেশনে।
কিন্তু কী খাবার মিলবে 20 টাকায়? রেল সূত্রে খবর, “ইকোনমি মিল”- এ দেওয়া হবে সাতটি পুরী/কচুরী (১৭৫ গ্রাম), আলুর তরকারি (১৫০ গ্রাম) ও আচার (১২ গ্রাম)। সঙ্গে বাড়তি তিন টাকা দিলে মিলবে ২০০ মিলিলিটার পানীয় জলও।
এছাড়া, থাকছে ৫০ টাকার বিশেষ মিল প্যাকেজ। তাতে রাজমা ও ছোলে-রাইস, খিচুড়ি, ছোলা -বাটুরে, পাও-ভাজি ও মশলা ধোসার মধ্যে যে কোনও একটি খাবার পাওয়া যাবে। প্রত্যেকটি খাবারের ওজন হবে ৩৫০ গ্রাম। ২০ টাকা বা ৫০ টাকা, কোনো প্যাকেজেই বাড়তি কোনো জিএসটি চার্জ লাগবে না।
তবে এই ইকোনমি মিল সংগ্রহ করতে জেনারেল কোচের টিকিট দেখাতে হবে কিনা, সেবিষয়ে কোনো বিজ্ঞপ্তি এখনও জারি করেনি রেল।