অবশেষে মিলেছে রাজভবনের সবুজ সংকেত। ২৪ জুলাই থেকেই শুরু হচ্ছে বিধানসভার বাদল অধিবেশন। তৃণমূল সূত্রে খবর, সেই অধিবেশনেই মণিপুর নিয়ে নিন্দা প্রস্তাব আনতে পারে সরকারপক্ষ। সূত্রের খবর, হতে পারে এক ঘণ্টার আলোচনাও। যদিও শনিবার সাংবাদিক সম্মেলনে বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, কী কী বিল নিয়ে আলোচনা হবে তা এখনও সিদ্ধান্ত হয়নি। তিনি জানিয়েছেন, বিএ কমিটির বৈঠকের পরই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।

-
//php if ( BartaTheme::$options['post_date'] ) { ?>
//php barta_get_time(); ?>
//php } ?>