Sambad Samakal

Suvendu: মমতা-অভিষেকের বিরুদ্ধে থানায় অভিযোগ! কী দাবি শুভেন্দুর?

Jul 23, 2023 @ 10:53 am
Suvendu: মমতা-অভিষেকের বিরুদ্ধে থানায় অভিযোগ! কী দাবি শুভেন্দুর?

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এবার সরাসরি থানায় অভিযোগ দায়ের করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী! ৫ অগাস্ট বিজেপি নেতাদের ‘বাড়ি ঘেরাও’ কর্মসূচীতে দলীয় নেতাদের প্রাণ সংশয় হতে পারে বলে নিজের অভিযোগে দাবি করেছেন বিরোধী দলনেতা।

জানা যাচ্ছে, শনিবার রাতে কলকাতার হেয়ার স্ট্রিট থানায় মেইল মারফত এই অভিযোগ দায়ের করেছেন শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, শাসক দলের এই কর্মসূচীর জেরে রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়তে পারে। তাই পুলিশকে দ্রুত পদক্ষেপ করার আর্জিও জানানো হয়েছে। নিজের অভিযোগের সপক্ষে মমতা-অভিষেকের বক্তব্যের ভিডিও ফুটেজও জমা দিয়েছেন শুভেন্দু।

Related Articles