Sambad Samakal

Panchayat Poll: পঞ্চায়েতে জয়ী প্রার্থীদের ভাগ্য নির্ধারণ! কী রায় দেবে হাইকোর্ট?

Jul 24, 2023 @ 10:32 am
Panchayat Poll: পঞ্চায়েতে জয়ী প্রার্থীদের ভাগ্য নির্ধারণ! কী রায় দেবে হাইকোর্ট?

রাজ্যে পঞ্চায়েত ভোট মিটলেও, মামলার জটে আটকে রয়েছে জয়ী প্রার্থীদের ভাগ্য! আজ সোমবার প্রায় ৪০টি মামলার শুনানি রয়েছে কলকাতা হাইকোর্ট। আর সেখানেই ভাগ্য নির্ধারণ হবে জয়ী প্রার্থীদের!

জানা যাচ্ছে, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম আজ তাঁর হাতে থাকা মামলার রায় ঘোষণা করতে পারেন। এছাড়াও বিচারপতি অমৃতা সিনহা ও জয় সেনগুপ্তের বেঞ্চে পঞ্চায়েত সংক্রান্ত একাধিক মামলার শুনানি রয়েছে। সবমিলিয়ে কলকাতা হাইকোর্টে পঞ্চায়েত সংক্রান্ত প্রায় ৪০টি মামলার শুনানি রয়েছে এদিন। ফলে সকলেরই নজর রয়েছে হাইকোর্টের রায়ের দিকে।

Related Articles