মণিপুর কাণ্ডের প্রতিবাদে সোমবার সকাল থেকেই উত্তপ্ত রয়েছে সংসদের দুই কক্ষ। অন্যদিকে, তৃণমূল কংগ্রেস জয়হিন্দ বাহিনীর পক্ষ থেকে প্রতিবাদ মিছিল আয়োজিত হল শহর কলকাতায়। এদিন দক্ষিণ কলকাতার হাজরা মোড় থেকে আকাদেমি চত্বর পর্যন্ত মিছিল হয়। নেতৃত্বে ছিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, মেয়র পারিষদ দেবাশিস কুমার, জয়হিন্দ বাহিনীর সভাপতি কার্তিক ব্যানার্জী সহ অন্যান্যরা।
সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে কলকাতার মেয়র ফিরহাদ হাকিম বলেন, “মণিপুরের ঘটনার সঠিক বিচার হচ্ছে না। নির্যাতিতাদের বিচারের দাবিতেই আমাদের এই প্রতিবাদ মিছিল।” মেয়র পারিষদ দেবাশিস কুমার বলেন, “সকাল থেকেই সংসদ মণিপুরের ঘটনার বিচারের দাবিতে নিয়ে উত্তাল রয়েছে। আমরাও পথে নেমেছি। মণিপুরই মোদি সরকারের কফিনে শেষ পেরেকটা পুঁতে দিল।”