মঙ্গলবার ভোররাতে কলকাতার এসএসকেএম হাসপাতালে প্রয়াত হলেন জলপাইগুড়ির ধূপগুড়ির বিজেপি বিধায়ক বিষ্ণুপদ রায়। ফুসফুসে মারাত্মক সংক্রমণ নিয়ে রবিবারই হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি।
জরুরি ভিত্তিতে অস্ত্রোপচার করা হলেও শেষরক্ষা হলনা। মঙ্গলবার রাত ৩টে নাগাদ তাঁর মৃত্যু হয়। এই খবর পেয়ে শোকস্তব্ধ বিধায়কের পরিবারের সদস্য সহ এলাকার মানুষ। দ্রুত কলকাতা থেকে দেহ ধূপগুড়িতে নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে। সেখানেই শেষকৃত্য সম্পন্ন হবে মৃত বিধায়ক বিষ্ণুপদ রায়ের।