Sambad Samakal

Kolkata HC: শিক্ষা দফতরকে ৫০ হাজার জরিমানা! কেন এই নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের?

Jul 25, 2023 @ 5:39 pm
Kolkata HC: শিক্ষা দফতরকে ৫০ হাজার জরিমানা! কেন এই নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের?

শিক্ষক নিয়োগ সংক্রান্ত একটি পুরনো মামলায় রাজ্যের শিক্ষা দফতরকে ৫০ হাজার টাকা জরিমানা করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। মঙ্গলবার এই নির্দেশ দেখে কার্যত চমকে উঠেছেন অনেকেই।

প্রসঙ্গত, ২০১২ সালে পূর্ব মেদিনীপুর জেলায় প্রাথমিক শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ উঠেছিল। সেই অভিযোগের ভিত্তিতে ২০১৬ সালে তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। কিন্তু প্রায় সাড়ে ৬ বছর পেরিয়ে গেলেও তদন্ত শুরু হয়নি। একথা শুনেই শিক্ষা দফতরের ওপর চরম ক্ষুব্ধ হন বিচারপতি গঙ্গোপাধ্যায়। এদিন রাজ্য শিক্ষা দফতরকে জরিমানার সঙ্গেই ৬ সপ্তাহের মধ্যে তদন্ত শেষ করে হাইকোর্টে রিপোর্ট জমা দেওয়ারও নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

Related Articles