মোদি সরকারের বিরুদ্ধে জোট বেঁধেছে ২৬টি বিরোধী রাজনৈতিক দল। আনুষ্ঠানিক ভাবে যার নামকরণ হয়েছে ‘ইন্ডিয়া’। এবার এই বিরোধী জোটকেই সরাসরি জঙ্গি সংগঠনগুলোর সঙ্গে তুলনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি!
জানা যাচ্ছে, এদিন সকালে বিজেপির সংসদীয় দলের বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, “ইন্ডিয়ান মুজাহিদিন বা পিএফআই’তেও ইন্ডিয়া শব্দ রয়েছে। ইন্ডিয়া শব্দ ব্যবহার করলেই যে তারা দেশের জন্য কাজ করবে, এমন কোনও মানে নেই। বিরোধীরা তাদের বিরোধিতার কাজ করবে। আমাদের সাংসদদের নিজেদের কাজ করে যেতে হবে।”
আর প্রধানমন্ত্রীর এই বক্তব্য প্রকাশ্যে আসার পরেই তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বিরোধীরা। কংগ্রেস সাংসদ প্রদীপ ভট্টাচার্য বলেন, “মোদি যে এই জোটকে ভয় পেয়েছেন, তা স্পষ্ট। মণিপুর নিয়ে সংসদে আলোচনা করতেই থরথর করে কাঁপছে!”