চব্বিশের লোকসভা নির্বাচনের আগে মঙ্গলবার আচমকাই পদত্যাগ করলেন ত্রিপুরা তৃণমূলের সভাপতি পীযুষকান্তি বিশ্বাস। শুধু দলের রাজ্য সভাপতির পদ নয়, প্রাথমিক সদস্য পদও ছেড়ে দিয়েছেন প্রবীণ এই আইনজীবী।
গত বিধানসভা নির্বাচনের আগে পীযুষকান্তি বিশ্বাসকে ত্রিপুরায় দলের রাজ্য সভাপতি করেছিল তৃণমূল। যদিও বিধানসভা নির্বাচনে সেভাবে দাগ কাটতে পারেনি বাংলার শাসক দল। কিন্তু দলের প্রতি একনিষ্ঠ থেকে নিজের কাজ করে গিয়েছিলেন তিনি। শেষপর্যন্ত এদিন পদত্যাগ করলেন পীযুষকান্তি।
যদিও দলের রাজ্য সভাপতির এই পদত্যাগের ঘটনাকে সেভাবে আমল দিতে রাজি নন ত্রিপুরার দায়িত্বপ্রাপ্ত তৃণমূল নেতা রাজীব ব্যানার্জী। তবে রাজনৈতিক মহলের একাংশের মতে, চব্বিশের লোকসভা নির্বাচনের আগে এক জন বিশ্বস্ত সৈনিক দল ছেড়ে দেওয়ায় ত্রিপুরায় কিছুটা হলেও ধাক্কা খেল ঘাসফুল শিবির।