তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সোমবার পর্যন্ত কোনও পদক্ষেপ করা হবেনা, বুধবার হাইকোর্টে এমনটাই জানাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এদিন কলকাতা হাইকোর্টে ইডির মামলা খারিজের দাবিতে অভিষেকের আবেদনের শুনানি ছিল।
এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের পক্ষ থেকে আদালতে জানানো হয়েছে, আপাতত মামলাকারীর বিরুদ্ধে কোনও পদক্ষেপ করা হবেনা। কারণ সর্বোচ্চ আদালতে অন্য একটি মামলা বিচারাধীন রয়েছে। প্রসঙ্গত, অভিষেকের বিদেশযাত্রা সংক্রান্ত মামলায় সুপ্রিমকোর্ট সোমবারের মধ্যে ইডির বক্তব্য জানতে চেয়েছে। আইনজ্ঞদের একাংশের মতে, সেই কারণেই আপাতত তাঁর বিরুদ্ধে কোনও পদক্ষেপ করা হবেনা বলে জানাল ইডি।