Sambad Samakal

Babul Supriyo: ভরা বিধানসভায় কেন গান ধরলেন বাবুল?

Jul 26, 2023 @ 5:07 pm
Babul Supriyo: ভরা বিধানসভায় কেন গান ধরলেন বাবুল?

বাদল অধিবেশনের তৃতীয় দিনে পর্যটন নিয়ে আলোচনার পর বিধানসভায় গান গাইলেন মন্ত্রী বাবুল সুপ্রিয়। বুধবার তৃণমূল তথা রাজ্যের মন্ত্রী বাবুল সুপ্রিয়র কাছে গান শুনতে চেয়েছিলেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। পর্যটন বিষয়ে আলোচনা শেষে আচমকাই তিনি বলেন, এরপর বাবুল একটি রবীন্দ্র সংগীত শোনাবেন। আর স্পিকারের সেই আবদার রেখে গান ধরেন রাজ্যের গায়ক-মন্ত্রী বাবুল সুপ্রিয়। ভরা বিধানসভায় তিনি গেয়ে ওঠেন, “কতবার ভেবেছিনু আপনা ভুলিয়া।”

এদিন সকালেই তর্ক-বিতর্কে উত্তপ্ত হয় বিধানসভার পরিবেশ। বিজেপি বিধায়কদের ওয়াক আউট ঘিরে হৈ হট্টগোল হয়। তবে বাবুলের গানে সেই অশান্ত পরিবেশ কিছুটা হলেও হালকা হয়।

Related Articles