পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠেছিল দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড়। লাগাতার প্রাণ গিয়েছে ৬ জনে। এই পরিস্থিতিতে অশান্ত ভাঙড়কে বাগে আনতে কড়া পদক্ষেপ নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বুধবার আলিপুরের বডিগার্ড লাইন্সে পুলিশের একটি অনুষ্ঠানে ভাঙড়কে কলকাতা পুলিশের আওতায় আনার নির্দেশ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতা পুলিশের কমিশনারকে ভাঙড় এলাকা নিয়ে নতুন ডিভিশন তৈরির নির্দেশ দিয়েছেন তিনি। রাজ্য পুলিশের ডিজি’কেও এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। এরফলে ভাঙড়ের অপরাধপ্রবণতা অনেকটাই নিয়ন্ত্রণে আনা যাবে বলে মত ওয়াকিবহাল মহলের একাংশের।
প্রসঙ্গত, এতদিন পর্যন্ত বানতলা এলাকার লেদার কমপ্লেক্স থানা কলকাতা পুলিশের আওতাধীন ছিল। তবে ভাঙড় ও কাশীপুর থানা বারুইপুর পুলিশ জেলার অধীনে ছিল। এবার ওই দু’টি থানাকেই কলকাতা পুলিশের অন্তর্ভুক্ত করা হচ্ছে।