Sambad Samakal

Panchayat Election: পঞ্চায়েতে জয়ী প্রার্থীদের ভাগ্য নির্ধারণ কবে? কী জানাল হাইকোর্ট?

Jul 26, 2023 @ 6:08 pm
Panchayat Election: পঞ্চায়েতে জয়ী প্রার্থীদের ভাগ্য নির্ধারণ কবে? কী জানাল হাইকোর্ট?

রাজ্যের সদ্য সমাপ্ত পঞ্চায়েত নির্বাচন সংক্রান্ত একাধিক মামলা বিচারাধীন রয়েছে কলকাতা হাইকোর্টে। ফলে ঝুলে রয়েছে জয়ী প্রার্থীদের ভাগ্যও। বুধবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে হলফনামা দিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে রাজ্য নির্বাচন কমিশন। এছাড়াও কেন্দ্রীয় বাহিনীর পক্ষ থেকেও বিস্তারিত রিপোর্ট জমা দেওয়া হয়েছে।

এদিন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম জানান, নির্বাচন কমিশন ও কেন্দ্রীয় বাহিনীর বক্তব্য সম্পূর্ণ খতিয়ে দেখার পরেই এই বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করবে আদালত।

আগামী ১৭ অগাস্ট পঞ্চায়েত মামলার পুনরায় শুনানির দিন ধার্য করা হয়েছে। ফলে সেই শুনানির দিন পর্যন্ত পঞ্চায়েতে জয়ী প্রার্থীদের ভাগ্য ঝুলে রইল বলেই মনে করছে ওয়াকিবহাল মহলের একাংশ। এখন দেখার শেষপর্যন্ত এই মামলায় কী রায় দেয় কলকাতা হাইকোর্ট।

Related Articles