সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে মোদি সরকারের বিরুদ্ধে শেষপর্যন্ত সংসদে অনাস্থা প্রস্তাব আনল বিরোধীরা। বুধবার সকালে কংগ্রেস সাংসদ তরুণ গগৈ লোকসভার স্পিকারের কাছে অনাস্থা প্রস্তাব আনার জন্য নোটিশ জমা দেন।
মণিপুর ইস্যুতে মোদি সরকারকে আরও চাপে ফেলতে ইন্ডিয়া জোটের পক্ষ থেকে এই অনাস্থা প্রস্তাব বলেই মত ওয়াকিবহাল মহলের। যদিও লোকসভায় ভোটাভুটি হলে মোদি সরকারের ভয়ের কোনও কারণ নেই। তবে সংসদে আলোচনায় অংশ নিতে হবে প্রধানমন্ত্রী সহ গোটা গেরুয়া শিবিরকে। অন্যদিকে, চব্বিশের লোকসভা ভোটের আগে বিরোধী ইন্ডিয়া জোটের শক্তিপরীক্ষাও হয়ে যাবে লোকসভার ফ্লোরে।