চোখের চিকিৎসার জন্য সস্ত্রীক বিদেশ সফরে গেলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। জানা যাচ্ছে, বুধবার সকালে কলকাতা থেকে এমিরেটসের বিমানে দুবাই উড়ে গিয়েছেন অভিষেক-রুজিরা। সেখান থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা রয়েছে তাঁদের।
জানা যাচ্ছে, ৮ অগাস্ট আমেরিকার হাসপাতালে অভিষেকের চোখের চেক-আপ হওয়ার কথা রয়েছে। চিকিৎসক ও প্রয়োজনীয় অস্ত্রোপচারের জন্য বেশ কয়েক দিন সময় লাগবে বলে খবর। প্রসঙ্গত, অভিষেক-রুজিরার বিদেশযাত্রা নিয়ে একাধিক মামলা বিচারাধীন রয়েছে সুপ্রিমকোর্ট ও কলকাতা হাইকোর্টে।